আলহামদুলিল্লাহ, অনেক মূল্যবান কিছু খুজে পেলাম আজকে🥰
আজকে বাসার ওপরতলায় গিয়েছিলাম। সেখানে একটি পুরোনো নীল রঙের ড্রাম আছে। যখন অনেক ছোট ছিলাম, গ্রামেই থাকতাম সেই সময়ে কৌতুহল বশত ড্রামের ভিতরে হাতড়াতাম, জিনিসপত্র দেখতাম। ওটার ভিতরে অনেক পুরোনো কাগজপত্র, দলিল সহ বিভিন্ন সময়ের জিনিসপত্র রয়েছে। আজকেও হঠাৎ ইচ্ছে হলো ভেতরটা একটু দেখা যাক। সেখান থেকে পেলাম একটি মূল্যবান ছিটিপত্র, যেটি সরাসরি আমার জন্মের সাথে সম্পর্কিত।
চিঠিটার অনেক অংশ রুইপোকায় খেয়ে ফেলেছে। কভার পেইজে ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালে পরিচিতি লিখা আছে। প্রাপকের অংশে আম্মু আব্বুর নাম ও আমার বাসার ঠিকানা!
এসবের কারনেই এটা চোখে পড়লো আমার, নিয়ে খুলে দেখলাম। ভিতরে লিখা,
"প্রথম যেদিন তুমি এসেছিলে ভবে তুমি শুধু কেঁদেছিলে হেসেছিল সবে এমন জীবন হবে করিতে গঠন মরনে হাসিবে তুমি কাঁদিবে ভূবন"
"শুভ জন্মদিনে শুভেচ্ছাসহ"-
(ডা. মুহাম্মদ জাহাঙ্গীর)
অনারারী সুপারিনটেনডেন্ট
ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ
সবকিছু দেখে বুঝে গেলাম এটা আমার জন্মে উপলক্ষেই দেয়া। কারন পরিবারে শুধু আমিই ইসলামী ব্যাংকে জন্ম নিয়েছি।
আমি জন্মগ্রহন করেছি ২০০৭ সালের ১২ই অক্টোবর। জন্মস্থল ছিল রাজশাহী ইসলামী ব্যাংক মেডিকেলে।
জন্মের কয়েকদিন পরেই আমাকে একটি Birth Certificate দেওয়া হয়। সেটা আছে আমার কাছে, কিন্তু এইটর কথা আমি জানতামনা,, আব্বু আম্মুও হয়তো ভুলে গিয়েছিল।
পরবর্তীতে আম্মুকে জিজ্ঞেস করার পর জানলাম এটি নাকি আমার জন্মের কিছুদিন পর অর্থাৎ মেডিকেল থেকে বাসায় চলে আসার কিছুদিন পর ডাক অফিসের মাধ্যমে এসেছিল।
পত্র টি হাতে পেয়ে আমি সত্যি অনেক খুশি হয়েছি😇।
আমার জন্ম সময়ের একটি চিঠি, বিষয়টি ভেবেই অনেক অন্যরকম অনুভূতি হচ্ছে 🥰
এছাড়াও প্রেরকের জায়গায় ডা. জাহাঙ্গীর স্যারের নাম লিখা আছে। ওনাকে আমি ভালোভাবেই চিনি। ব্যক্তিগতভাবে শ্রদ্ধা করি, অত্যন্ত জ্ঞানী ও মানবিক একজন মানুষ।
শুনলাম গতকাল নাকি বিশ্ব চিঠি দিবস ছিল,
এখন মনে হচ্ছে চিঠি দিবস উপলক্ষে এই চিঠিটা আজকে পেয়েছি 🥹
আলহামদুলিল্লাহ ভাগ্য আমাকে এটা দিল এটা পেয়ে আমি অনেক খুশি হলাম।
দিনশেষে এটাই উপলব্ধি করলাম-
"প্রথম যেদিন তুমি
এসেছিলে ভবে😇
তুমি শুধু কেঁদেছিলে
হেসেছিল সবে 🥹😊
এমন জীবন হবে
করিতে গঠন 😌
মরনে হাসিবে তুমি
কাঁদিবে ভূবন 😔🥺"
0 Comments
Thenks for your comment!!